অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের তৃতীয় নৌবহর উত্তর কোরিয়ার দিকে যাচ্ছে


USS Carl Vinson
USS Carl Vinson

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক অস্ত্রসম্পন্ন উত্তর কোরিয়ার হুমকি অপসারণের উপায়গুলো জানাতে তার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, কোরীয় উপদ্বীপের উদ্দেশ্যে রণতরী পাঠাচ্ছে। লক্ষ্য হচ্ছে সেখানে আমেরিকার উপস্থিতি জোরদার করা এবং উত্তর কোরিয়াকে একটা বার্তা পাঠানো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের, ক্ষেপনাস্ত্রের পরীক্ষার বিষয়ে নিষেধাজ্ঞা থাকা সত্বেও, উত্তর কোরিয়া গত সপ্তাহে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। Carl Vinson রণতরী সহ আরও কয়েকটি যুদ্ধ জাহাজের নৌবহর সিঙ্গাপোর বন্দরে ছিল এবং তাদের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল যখন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কম্যান্ড তাদের নির্দেশ দেয় উত্তরে যাওয়ার জন্য।

Commander Dave Benham হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কম্যান্ডের Media Operations-এর পরিচালক। তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন, “তৃতীয় নৌবহরের লক্ষ্য হচ্ছে প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা।”

XS
SM
MD
LG