ফরাসি জনগণ ১৯৪৪ সালের ৬ই জুন ফরাসি সেনাদের সঙ্গে মিত্রবাহিনীর নর্মান্ডিতে যোগ দেবার কথা কখনো ভোলেন নি I ৬ই জুন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন ও অন্যান্য কয়েককটি দেশের ১,৬০,০০০ সেনা সদস্য নাৎসিদের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছিলেন এবং এর ফলশ্রুতিতে এক বছর পর নাৎসিরা সমর্পন করেছিল I করোনা সঙ্কটের কারণে এ বছরের অনুষ্ঠান ছিল সীমিত আকারের I প্রতি বছর নর্মান্ডির সৈকতে দিবসটি পালনের জন্য ভিড় জমান বিভিন্ন দেশ থেকে আসা লক্ষ লক্ষ মানুষ I
এবারের অনুষ্ঠান আরো একটি বিশেষ কারণে সীমিত করা হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধে অংশগ্রহণকারী বেঁচে থাকা সৈনিকেরা, যারা প্রতি বছর অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন, তাদের বয়স নব্বইর শেষার্ধে থাকায়, তাদের স্বাস্থ্যের ঝুঁকিও ছিল এক উদ্বেগের বিষয় I