অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সংলাপে রাজি


দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট মূন যাই ইন আজ বুধবার বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊনের সঙ্গে মুখোমুখি সংলাপে তিনি রাজি আছেন, যদি কিনা কিছু শর্ত পূরণ করা হয় তবেই।

২০১৫ সালের ডিসেম্বরের পর দুই কোরিয়ার কূটনীতিকদের মধ্যে প্রথম প্রস্থের আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবার একদিন পরেই প্রেসিডেন্ট মূন উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসবার এ প্রস্তাব উত্থাপন করলেন।

দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট সৌলে সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক কোন বৈঠক হলে সেটা কেবলই বৈঠক করার জন্যেই বৈঠক অনুষ্ঠানের চেয়ে বেশি কিছু হতে হবে অবশ্যই। মূন বলেন, কিম জং ঊনের সঙ্গে আলোচনায় বসবার আগে নির্দিষ্ট একটা কিছু সাফল্যের নিশ্চয়তা বিধান করতে হবে বটেই।

এর আগে গতকাল মঙ্গলবার উত্তর ও দক্ষিন কোরিয়ার মধ্যেকার বিভক্তি রেখা বরাবর সৈন্যমুক্ত নিরপেক্ষ এলাকা পানমুনজাম শান্তি পল্লীতে অনুষ্ঠিত বৈঠকে উত্তর কোরিয়া দক্ষিন কোরিয়ার পিয়ংচ্যাং শহরে অনুষ্ঠিতব্য শিতকালীন অলিম্পিকে প্রতিনিধিদল পাঠাতে সম্মতির কথা ব্যক্ত করে।

XS
SM
MD
LG