অ্যাকসেসিবিলিটি লিংক

কূটনৈতিক ভাষা কিম জং উন বোঝেন বলে মনে হয় না: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসান বলেছেন, প্রশান্ত মহাসাগরবর্তী দ্বীপ গূয়ামের ওপর উত্তর কোরিয়ার কোন হামলা অত্যাসন্ন প্রায় এটা তিনি মনে করেন না। যদিও পিয়ংইয়াংয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র অর্ন্তগত অঞ্চলটির আশপাশে তাক করবার একটা পাঁয়তারা তারা করছেই।

টিলারসান আজ বুধবার বিমানযোগে গূয়াম যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এশিয়া সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ফিরতি পথে গুয়াম দ্বীপে থেমেছিলেন, বিমানের জ্বালানী ভরার তাগিদে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে হুঁশিয়ার করে একখানা বয়ান জারি করেন। তিনি বলেন, পিয়ংইয়াং যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুমকি-ধমকির বিষোদ্গার চালাতেই থাকে, তাহলে তাকে এমন ভয়ংকর আঘাতের সম্মুখিন হতে হবে, বিশ্ব অদ্যাবধি যা কিনা চাক্ষুশই করেনি মোটে।

পররাষ্ট্রমন্ত্রী টিলারসান বলেন, প্রেসিডেন্ট উত্তর কোরিয়াকে এই যেভাবে কড়া ভাষায় কথাটা বলছেন, এটাই কিম জং উনের বোধগম্য হবার কথা। কূটনৈতিক ভাষার কিছু তিনি বোঝেন বলে মনে হয় না।

XS
SM
MD
LG