অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্র নজর রাখছে: পররাষ্ট্র দপ্তর


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ গতকাল বলেছে যে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য জরুরি অগ্রাধিকারের বিষয় এবং সে দেশকে পরমাণু মুক্ত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে বাইডেন প্রশাসনের প্রত্যক্ষ সম্পৃক্ততা না থাকায় এমনটি মনে করার কোন কারণ নেই যে, সে দেশের অস্ত্র কর্মসূচী যে চ্যালেঞ্জ নিয়ে এসছে তা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের কোন বিষয় নয়। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া পরমাণু ও ক্ষেপনাস্ত্র কর্মসূচীতে অগ্রগতি সাধন করেছে এবং প্রাইস বলছেন, “এই কারণেই যুক্তরাষ্ট্রের জন্য এটি জরুরি অগ্রাধিকারের বিষয় এবং আমরা আমাদের মিত্র ও সঙ্গীদের সঙ্গে একত্রে মোকাবিলা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন যে, এ সব কিছুর মূল কথা হচ্ছে আমরা উত্তর কোরিয়াকে পরমাণুমুক্ত রাখতে বদ্ধ পরিকর।

প্রাইস বলেন, আজ পর্যন্ত উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকায় আমাদের কাজ হচ্ছে এটা নিশ্চিত করা যে, আমরা প্রাথমিক কূটনৈতিক কাজ করেছি এবং সমন্বিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের মিত্র ও সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রাখছি। বাইডেন প্রশাসন বলছে যে, মিত্রদের সঙ্গে বিশেষত দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে পরামর্শ করে তারা উত্তর কোরিয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখছে, বিশেষত সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে অকস্মাৎ ভাবে উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊনের যোগাযোগ এবং তা সত্বেও যখন পিয়ংইয়ং সরকারকে পরমাণু অস্ত্র থেকে নিবৃত্ত রাখা যায়নি।

XS
SM
MD
LG