অ্যাকসেসিবিলিটি লিংক

পর্যদূস্ত অর্থনীতি পর্যালোচনার জন্য উত্তর কোরিয়ার নেতার বৈঠক আহ্বান


বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানাচ্ছে উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊন মাস খানেকের মধ্যে এই প্রথম প্রকাশ্যে এসে তাঁর ক্ষমতাসীন দলের একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন। তিনি সে দেশের ক্ষয়িষ্ণু অর্থনীতি পুণরুদ্ধারের প্রচেষ্টায় আলোচনার জন্য বৃহত্তর রাজনৈতিক সম্মেলনের আহ্বান জানান। উত্তর কোরিয়ার সরকারী বার্তা সংস্থা শনিবার বলেছে, কিম এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন যে, অনেক কাজই দ্রুত গতিতে চলছে। তিনি তাঁর দল এবং জনগণের তার কথায়, “আদর্শগত উদ্দীপনা এবং আত্মনির্ভরশীল হবার সংগ্রামী চেতনার" প্রশংসা করেন। তবে তিনি এ কথাও বলেন যে, কিছু বিচ্যূতির বিষয় সংশোধনের প্রয়োজন রয়েছে আর তাই ২০২১ সালের প্রথমার্ধে সামগ্রিক ভাবে রাষ্ট্রীয় বিষয় নিয়ে পর্যালোচনার জন্য তিনি ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির একটি সভা ডেকেছেন। দলটি ঘোষণা করে যে, এই প্লেনারি বৈঠক জুন মাসের প্রথম দিকেই হবার কথা। ৬ই মে’র পর গতকাল কিম এই প্রথম প্রকাশ্যে আসেন যখন তিনি পলিটব্যুরোর বৈঠকে যোগ দেন। উত্তর কোরিয়ার বিধ্বস্ত অর্থনীতির আরও অবনতি ঘটে যখন দেশটি মহামারির কারণে তাদের সীমান্ত বন্ধ করে দেয় যা চীনের সঙ্গে তাদের বানিজ্য উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আনে।

XS
SM
MD
LG