অ্যাকসেসিবিলিটি লিংক

আলোকচিত্রে দেখা গেল উত্তর কোরিয়ার সম্প্রসারিত ইউরেনিয়াম বিশুদ্ধিকরণ স্থাপনা


ফাইল ছবি, "ম্যাক্সার" প্রযুক্তিতে তোলা ছবিতে উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পরমাণু স্থাপনার সম্প্রসারণের কাজ দেখানো হয়েছে, ১লা সেপ্টেম্বর, ২০২১/এএফপি
ফাইল ছবি, "ম্যাক্সার" প্রযুক্তিতে তোলা ছবিতে উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পরমাণু স্থাপনার সম্প্রসারণের কাজ দেখানো হয়েছে, ১লা সেপ্টেম্বর, ২০২১/এএফপি

সাম্প্রতিক সময়ের স্যাটেলাইট ইমেজে দেখা যায় যে উত্তর কোরিয়া তাদের প্রধান ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা কেন্দ্রের ইউরেনিয়াম বিশুদ্ধিকরণ প্লান্টটির সম্প্রসারণ করছে। বিশেষজ্ঞদের ধারণা এর ফলে এমন আভাস পাওয়া যাচ্ছে যে তারা বোমা সামগ্রীর উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নিয়েছেI

এই মূল্যায়নটি করা হয় কারণ উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পরমাণু আলোচনা দীর্ঘ দিন ধরে প্রায় নিষ্ক্রিয় রাখার এই সময়টাতে ৬ মাসে এই প্রথম বারের মত ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়ে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মন্টেরেতে অবস্থিত, মিডলবারী ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের জেফ্রি লুইস ও অন্য দুই বিশেষজ্ঞ এক প্রতিবেদনে জানান, বিশুদ্ধিকরণ স্থাপনার সম্প্রসারণ হয়তবা এই ইঙ্গিত দিচ্ছে যে, তারা ইয়ংবিয়ন স্থাপনায় অস্ত্র-গ্রেডের ইউরেনিয়াম উৎপাদন আরো ২৫% বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছেI

রিপোর্টে বলা হয় স্যাটেলাইট ইমেজে বিশেষজ্ঞ কোম্পানি, "মাক্সার"'র তোলা ছবিতে ইয়ংবিয়ন স্থাপনার ইউরেনিয়াম বিশুদ্ধিকরণ স্থাপনার আশেপাশের এলাকায় নতুন নির্মাণ কাজ দেখানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয় ১লা সেপ্টেম্বরে তোলা ছবিতে উত্তর কোরিয়াকে গাছ কেটে ফেলে নির্মাণের প্রস্তুতি নিতে এবং সেখানে নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতিও দেখা গেছেI প্রতিবেদনটিতে জানানো হয় ১৪ই সেপ্টেম্বরে তোলা দ্বিতীয় আরেকটি ছবিতে এলাকাটি ঘিরে ফেলতে দেয়াল নির্মাণ, ভিত্তির ওপরে কাজকর্ম এবং নুতন করে ঘেরা এলাকায় প্রবেশের সুবিধার্থে ইউরেনিয়াম ভবন থেকে প্যানেল সরিয়ে নিতে দেখা যায় I

প্রতিবেদনে জানানো হয় নতুন এই এলাকাটি আনুমানিক ১০০০ বর্গ-মিটার জুড়ে, যা ১০০০ অতিরিক্ত সেন্ট্রিফিউজ গুদামজাত করার জন্য যথেষ্ট এবং যা ঐ স্থাপনায় উচ্চতর মানের বিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের ক্ষমতা ২৫% বাড়াতে সক্ষমI

XS
SM
MD
LG