অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্মেলনের ব্যাপারে আশাবাদী উত্তর কোরিয়া


উত্তর কোরীয় নেতা কিম জং উনের বোন, কিম ইও জং হ্যানয় এর হো চীন মিন স্মৃতি সৌধে এক অনুষ্ঠানে, ফাইল ছবি, হোর্হে সিলভা, ২রা মার্চ, ২০১৯/রয়টার্স
উত্তর কোরীয় নেতা কিম জং উনের বোন, কিম ইও জং হ্যানয় এর হো চীন মিন স্মৃতি সৌধে এক অনুষ্ঠানে, ফাইল ছবি, হোর্হে সিলভা, ২রা মার্চ, ২০১৯/রয়টার্স

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA শনিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন, কিম ইও জং'র উদ্ধৃতি দিয়ে জানায়, প্রতিদ্বন্দ্বী দুটি দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত হলে, উত্তর কোরিয়া আরো একটি আন্তঃকোরীয় শীর্ষ সম্মেলনের বিবেচনা করতে ইচ্ছুক ।

উত্তর কোরিয়া, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ অবসান কল্পে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার আগে, তাদের ভাষায় বৈরী ও দুমুখী নীতি প্রত্যাহারের অনুরোধ জানানোর এক দিন পরেই এই মন্তব্য করা হয়I

১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ একটি অস্ত্র বিরতি চুক্তি দিয়ে শেষ হলেও, তা কোনো শান্তি চুক্তি ছিল না, তাই কৌশলগত ভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাতিসংঘের সেনারা এখনো উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছেI উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের অভিলাষে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বন্ধের সেই প্রয়াস জটিল হয়ে ওঠে I

কিম ইও জং বলেন, "উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক সাবলীল বোঝাপড়া সম্ভব হতে পারে, শুধুমাত্র যদি, নিরপেক্ষতা এবং একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধের মনোভাব বজায় থাকে"I

কিম বলেন তাঁর কথায়, গঠনমূলক আলোচনা উত্তর-দক্ষিণের যৌথ লিয়াজো অফিস পুনর্স্থাপনের এবং উত্তর-দক্ষিণের শীর্ষ সম্মেলনসহ বিভিন্ন বিষয়ের অর্থবহ এবং সফল সমাধানের সুযোগ করে দিতে পারেI

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, মুন জায়ে ইন আনুষ্ঠানিক যুদ্ধ বন্ধের আবেদন পুনরাবৃত্তি করলেও, পরে তিনি বলেন, মে মাসে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে সেই অগ্রগতি অর্জনের সময় ফুরিয়ে আসছেI

উত্তর কোরিয়া বহু দশক ধরে যুদ্ধ বন্ধের প্রয়াস চালিয়েছে, তবে উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগ না করা পর্যন্ত , যুক্তরাষ্ট্র তা মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

(রয়টার্স)

XS
SM
MD
LG