অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া দু’টি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে


উত্তর কোরিয়া তার পুর্ব উপকুল থেকে আজ দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া বলছে যে আপাতঃ দৃষ্টিতে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমানবিক অস্ত্র বিষয়ক আলোচনায় নিজের সুবিধা বাড়িয়ে তোলার জন্য ইত্তর কোরিয়া এই পদক্ষেপ নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউজ জানিয়েছে যে জাতীয় নিরাপত্তা পরিষদ বা এনএসসি এটা বের করতে পেরেছে যে উত্তর কোরিয়া নতুন ধরণের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে। এন এসসি এই ক্ষেপনাস্ত্র নিক্ষেপ সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলছে যে এর ফলে সেখানকার সামরিক উত্তেজনা হ্রাস হবে না।

উত্তর কোরিয়ার পুর্বাঞ্চলের ওয়েনসেন শহরের কাছ থেকে , পুর্ব দিকে তাক করে এই ক্ষেপনাস্ত্র ছোড়া হয় এবং পরে তা সমুদ্রে গিয়ে পড়ে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। তারা আরও বলছে যে প্রথম ক্ষেপনাস্ত্রটি আনুমানিক ৪৩০ কিলোমিটার এবং দ্বিতীয়টি প্রায় সাড়ে চার শ কিলোমিটার দূরত্বে গিয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়া এই সর্ব সাম্প্রতিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপকে ঘটনার গুরুতর মোড় পরিবর্তূন বলে মনে করছে। এই ক্ষেপনাস্ত্র নিক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লংঘন বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং কিম জন ঊনের মধ্যে তিন বার বৈঠকের পরও এই ক্ষেপনাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ব্যর্থতাকেই যেন তুলে ধরছে ।

XS
SM
MD
LG