অ্যাকসেসিবিলিটি লিংক

বিধস্ত অর্থনীতির পর্যালোচনায় উত্তর কোরীয় নেতার তৎপরতা 


উত্তর কোরীয় নেতা, কিম জং উন, তাঁর বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের প্রয়াসে এক মাসের নীরবতা ভেঙে, রুলিং পার্টির এক সভায় যোগ দেনI প্রধান সরকারি সংবাদ মাধ্যম শনিবার জানায়, বহু কাজকর্ম, তাঁর দলের আদর্শগত প্রেরণা এবং আত্মবিশ্বাসী মনোবলের কারণে এগিয়ে যাওয়ায়, চেয়ারম্যান কিম সন্তোষ প্রকাশ করেনI তবে ,ত্রুটিযুক্ত কতিপয় বিষয় নিয়ে, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ত্রুটিমুক্ত এই সভার আয়োজন করা হয়I

শুক্রবারের পলিটব্যুরো সভায় তিনি যোগ দিলেন, ৬ই মে'র পর, যেদিন তিনি উত্তর কোরীয় সেনাদের পরিবারের সঙ্গে এক ফটো সেশনে অংশ নিয়েছিলেনI

মহামারীর কারণে চীনের সীমান্ত বন্ধ থাকায় উত্তর কোরিয়ার অর্থনীতি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে, চীনহচ্ছে উত্তর কোরিয়ার সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার ও মালামালের সরবরাহকারীI

গত মাসে ওয়াশিংটনে, প্রেসিডেন্ট বাইডেন ও দক্ষিণ কোরিয়ার নেতা, মুন জায়ে-ইনের সাক্ষাৎকার শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, যে ওয়াশিংটন, সম্পর্ক উন্নয়নে পিয়ং ইয়ংয়ের সঙ্গে কূটনীতির আশ্রয় নিতে আগ্রহীI তবে উত্তর কোরিয়া তাদের প্রস্তাবের প্রতি সন্দেহ প্রকাশ করেছে এবং মনে করে যে, আমেরিকা, উত্তর কোরিয়ার প্রতি বৈরিতা বজায় রাখবেI

XS
SM
MD
LG