অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়ার গার্ড পোস্ট বরাবর উত্তর কোরিয়ার গুলিবর্ষণ


지난 27일 판문점을 지키는 군인들. (자료사진)

রবিবার দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রে জানানো হয় উত্তর কোরিয়া DMZ এলাকায় সীমান্তের গার্ড পোস্ট লক্ষ্য করে বেশ কতগুলি গুলি ছোড়ে; তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি I দক্ষিণ কোরিয়া এর পাল্টা জবাব দেয় এবং সীমান্তজুড়ে মাইক যোগে হুঁশিয়ারি বার্তা পাঠায় I উত্তর কোরিয়া কেন এ ধরণের উষ্কানীমূলক উত্তেজনা বৃদ্ধি করলো তা খতিয়ে দেখা হচ্ছে I

DMZ এলাকায় নজরদারিতে মোতায়েনরত যুক্তরাষ্ট্র পরিচালিত জাতিসংঘ কমান্ড VOA কে জানায় যে,তারা এ ব্যাপারে অবগত আছে এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে পরিস্থিতির মূল্যায়ন ও নজরদারি অব্যাহত রাখবেI

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ২২,০০০ সেনা মোতায়েনরত আছেI

XS
SM
MD
LG