রবিবার দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রে জানানো হয় উত্তর কোরিয়া DMZ এলাকায় সীমান্তের গার্ড পোস্ট লক্ষ্য করে বেশ কতগুলি গুলি ছোড়ে; তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি I দক্ষিণ কোরিয়া এর পাল্টা জবাব দেয় এবং সীমান্তজুড়ে মাইক যোগে হুঁশিয়ারি বার্তা পাঠায় I উত্তর কোরিয়া কেন এ ধরণের উষ্কানীমূলক উত্তেজনা বৃদ্ধি করলো তা খতিয়ে দেখা হচ্ছে I
DMZ এলাকায় নজরদারিতে মোতায়েনরত যুক্তরাষ্ট্র পরিচালিত জাতিসংঘ কমান্ড VOA কে জানায় যে,তারা এ ব্যাপারে অবগত আছে এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে পরিস্থিতির মূল্যায়ন ও নজরদারি অব্যাহত রাখবেI
দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ২২,০০০ সেনা মোতায়েনরত আছেI