অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরীয় কয়লাবাহী জাহাজ মুক্ত


গত বছর উত্তর কোরিয়ার যে কয়লাবাহী জাহাজটি আটক করা হয়েছিল,ইন্দোনেশিয়া সে জাহাজটি ছেড়ে দিয়েছে ; যার ফলে উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র পরিচালিত যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তা বিঘ্নিত হবে I জাতিসংঘের নজরদারি সদস্যরা বলেন, ২০১৮ সালের এপ্রিল মাসে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ WISE HONEST নামের একটি উত্তর কোরীয় জাহাজকে আটক করে I সিয়েরা লিওন ও উত্তর কোরিয়ার দ্বৈত পতাকাবাহী জাহাজটি এই দুটি দেশেই রেজিস্ট্রিকৃত I

মুক্ত হয়ে জাহাজটির কয়লা ভিয়েতনামের জাহাজ, DONG THANH এ হস্তান্তর করা হয় I DONG THANH ইন্দোনেশিয়ার জলসীমা পার হয়ে মালয়েশিয়াতে প্রবেশ করলে মালয়েশিয়া সরকার সেটিকে আটক করে খবরে প্রকাশ I

XS
SM
MD
LG