যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন যে পিয়ংইয়ং সরকার যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার হুমকি অব্যাহত রাখে, তা হলে যুক্তরাষ্ট্রের এমন রোষানলে পড়বে যেমনটি বিশ্ব আগে কখনই দেখেনি।
ট্রাম্প সংবাদদাতাদের বলেন যে যুক্তরাষ্ট্র ঐ একাকী কমিউনিস্ট দেশটির উপর নিষেধাজ্ঞা বৃদ্ধি করায় এবং দেশটির ওপর শাস্তি আরোপ করার প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতি ক্রমে পাশ হওয়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বড় বেশি হুমকিমূলক আচরণ করে যাচ্ছেন।
নিউ জার্সির গল্ফ ক্লাবে যেখানে তিনি কর্মরত ছুটি কাটাচ্ছেন, সেখানে ট্রাম্প তার সতর্কবাণীর পুনরাবৃত্তি ঘটিয়ে বলেন যে কিম জং উন তাঁর দারিদ্রপীড়িত দেশের ওপর এমন রোষানল আনছেন যে তিনি এমন শক্তির মুখোমুখি হবেন যা বিশ্ব আগে কখনই দেখেনি।
মঙ্গলবার দিনে আরও আগের দিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো জানায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর এই উপসংহারে পৌঁছেছে যে উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে একটি ক্ষুদ্রাকৃতির পারমানবিক বোমা তৈরির প্রচেষ্টায় সফল হয়েছে যা এতই ছোট যে তা বালিস্টিক ক্ষেপনাস্ত্রে মধ্যে পুরে নিক্ষেপ করা যায়। পিয়ংইয়ং সরকার এরই মধ্যে সফল ভাবে এ ধরণের পরীক্ষা চালিয়েছে।
এদিকে বুধবার ভোরে উত্তর কোরিয়া দ্রুত এর জবাবে বলেছে যে সেখানকার সশস্ত্র বাহিনী, যুক্তরাষ্ট্রর প্রশান্ত মহাসগরীয় অঞ্চল গুয়ামে এবং সেখানকার সামরিক ঘাঁটিতে ক্ষেপনাস্ত্র আক্রমণের পরিকল্পনা যাচাই করে।