অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊন – দক্ষিন কোরিয়ার সীমান্ত সংলগ্ন একটি দ্বীপের ওপর হামলা চালানোর হূমকি দিয়েছেন ।


উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊন – সৌল এবং ওয়াশিংটনের চলতি বাত্সরিক সামরিক মহড়ার পাল্টা প্রতিক্রিয়ায় দক্ষিন কোরিয়ার সীমান্ত সংলগ্ন একটি দ্বীপের ওপর হামলা চালানোর হূমকি দিয়েছেন ।
মঙ্গলবার রাষ্ট্র পরিচালনাধিন সংবাদ মাধ্যমে প্রচারিত বিবরণীতে মি:কিমের যে উক্তি উদ্ধৃত করা হয়েছে তাতে তিনি ঐ বায়েংনিয়ং দ্বীপের দুশমনদের নিশানাস্থল ধংস করতে সম্মুখবর্তি বাহিনীর সৈন্যদেরকে তৈরি থাকতে বলেছেন । দু’ হাজার ১০ সালে ঐ দ্বীপের কাছাকাছিই উত্তর কোরিয়ার পক্ষ থেকে মারাত্মক হামলা সংঘটিত হয়েছিলো ।
উত্তর কোরিয়ার সর্ব সাম্প্রতিক পরমানু পরিক্ষার প্রেক্ষিতে গত সপ্তাহে জাতিসংঘের পক্ষ থেকে উত্তর কোরিয়ার ওপর যেসব বিধিনিধষেধ আরোপ করা হয় , এটি সেই তারই পর উত্তর কোরিয়ার তরফ থেকে দেওয়া সর্বশেষ হূমকি ।
মঙ্গলবার সৌলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুখপাত্র মিন সিয়ক বলেছেন – উত্তর কোরিয়ার তরফে কোনো হামলা বা অস্ত্র পরিক্ষা অত্যাসন্ন , তেমন কোনো আভাস মেলেনি এখনো । বলেন , এটা দক্ষিনের ওপর উত্তর কোরিয়ার তরফের মনস্তাত্বিক একটা চাপ বিশেষ ।
XS
SM
MD
LG