অ্যাকসেসিবিলিটি লিংক

আরো একটি পরমাণু পরীক্ষায় উত্তর কোরিয়ার প্রস্তূতি


US - KOREA INSTITUTE 'র সূত্র মোতাবেক উত্তর কোরিয়ার পরমাণু উৎক্ষেপণ কেন্দ্রে বর্ধিত হরে তৎপরতায় প্রতীয়মান হয় যে, তারা তাদের ষষ্ঠ পরমাণু পরীক্ষার চুড়ান্ত পর্যায়ে রয়েছে I 38 North নামক ওয়েব সাইট এ মার্চ মাসের ২৮ তারিখের ছবিতে উত্তর কোরিয়ার পাংগায়েরী পরমাণু উৎক্ষেপণ কেন্দ্রে যানবাহনের চলাচল ও বিশেষ মনিটরিং যন্ত্রপাতি দেখা গিয়েছে I

বিবৃতিতে আরো বলা হয় এসব তৎপরতা এতো মাত্রায় এর আগে দেখা যায় নি I

XS
SM
MD
LG