অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার আরো একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা


উত্তর কোরিয়া সরকার তাদের SINPO সাবমেরীন ঘাঁটির কাছে বুধবার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে I যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া কর্তৃক THAAD MISSILE মোতায়েন এবং সম্ভব্য হামলা মোকাবেলায় দৃশ্যত পাল্টা পদক্ষেপ হিসাবে তারা এসব পরীক্ষা চালাচ্ছে I

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বুধবার সকালে পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর সংকেত পায় I দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র থেকে বলা হয়েছে KN-15 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রটি ৬০ কিলোমিটার অতিক্রম করে ধ্বংসপ্রাপ্ত হয় I

XS
SM
MD
LG