যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসেন উত্তর কোরিয়ার সঙ্গে বিনা শর্তে যে আলোচনার প্রস্তাব দিয়েছেন, চীন তাকে স্বাগত জানিয়েছে I চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, লু কাং বলেন, উত্তেজনা প্রশমন ও সংলাপের সকল প্রয়াসকে চীন সরকার স্বাগত জানাবে I চীন ইতিমধ্যেই Double Suspension বা Freeze for Freeze নীতির প্রস্তাব দিয়েছে ; যে প্রস্তাব মতে উত্তর কোরিয়াকে সব ধরণের ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা বন্ধ করতে হবে এবং অন্য দিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকেও সব ধরণের সামরিক মহড়া বন্ধ রাখতে হবে I