অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার আইসিবিএম উৎক্ষেপণে দক্ষিণ কোরিয়ার সন্দেহ


দক্ষিণ কোরিয়ার এক আইন প্রণেতার মতে তাদের গোয়েন্দা সংস্থা উত্তর কোরিয়া যে এক মহাদেশে থেকে অন্য মহাদেশে প্রথম ব্যালেষ্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

উত্তর কোরিয়া জানিয়েছে, মংলবার তারা চীন সীমান্তের কাছে এক বিমান বন্দরে চলমান এক যান থেকে Hwasong-14 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দূর পাল্লার ঐ ক্ষেপণাস্ত্রের অগ্রভাগে পারমানবিক অস্ত্রাগ্র বা ওয়ারহেড যুক্ত ছিল এবং তা বায়ু মণ্ডল থেকে আবার ফিরে আসতে সক্ষম। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ঐ ক্ষেপণাস্ত্র সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত পৌঁছুতে সক্ষম অর্থাৎ আমেরিকার উত্তর পশ্চিমাঞ্চল পারমানবিক আক্রমণে ঝুঁকির মধ্যে রয়েছে।

তবে পার্লাম্যান্টের গোয়েন্দা কমিটির এক সদস্য... দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি ই ওয়াং ইয়াং সাংবাদিকদের জানিয়েছে যে পিয়োংইয়াং-র ICBM, তৈরি করার মত উচ্চ প্রযুক্তি রয়েছে কিনা সে বিষয়টি জাতিয় গোয়েন্দা সংস্থা এখনও নিশ্চিত করতে পারেনি।

XS
SM
MD
LG