প্যারিসে ১২শ শতাব্দীর ঐতিহাসিক ভবন নটরডেম ক্যাথিড্রাল এ ব্যাপক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গেছে সোমবার রাত পর্যন্ত আগুনের শিখা দাউ দাউ করে জ্বলতে। ক্যাথিড্রাল এর চূড়া ভেঙ্গে পড়াতে ছাদ থেকে আগুন আরোও অনিয়ন্ত্রিত ভাবে জ্বলতে থাকে।
ফরাসি সংবাদ মাধ্যমকে এই ক্যাথিড্রাল এর মুখপাত্র বলেছেন, খুব সম্ভবত ভেতরের কাঠের যে অবকাঠামো রয়েছে, তা সম্পূর্ন ভাবে ধংস হয়ে গেছে।
প্যারিস শহরের ডেপুটি মেয়র ইমানুয়েল গ্রিগোরি “বিএফএম টিভি”কে বলেছেন, কর্মচারীরা যথা সাধ্য চেষ্টা করে গেছে ক্যাথিড্রালের শিল্পকর্ম গুলোকে উদ্ধার করতে ।
ফরাসি পুলিশ বলেছে কারো হতাহত হবার খবর পাওয়া যায়নি এবং কিভাবে এর সূত্রপাত হোল তাও জানা যায়নি।
তবে ফরাসি সংবাদ মাধ্যম বলেছে, উদ্ধার কর্মীদের মতে এই দালানটির সংস্কার এর যে কাজ চলছিল , তার সাথে এই অগ্নিকান্ডের সম্ভাব্য সংযোগ থাকতে পারে।