অ্যাকসেসিবিলিটি লিংক

এনআরসির ব্যাপারে অকারণ ভয় না পেতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির ব্যাপারে অকারণ ভয় না পেতে বলেছেন।

অসমের পরে পশ্চিমবঙ্গ সহ ভারতের সব রাজ্যে এনআরসি হবে বলে বিজেপি নেতারা হুমকি দেওয়ায় যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, তাতে রাজ্য সরকার চিন্তিত। আজ বুধবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জেলা প্রশাসনের প্রকাশ্য বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এনআরসির ভয়ে এর মধ্যেই ১১ জনের মৃত্যু হয়েছে। সকলে বার্থ সার্টিফিকেট আর রেশন কার্ড করাতে লাইন দিচ্ছেন। কিছু অসাধু লোক এই সুযোগে নাম নথিভুক্ত করে দেওয়ার কথা বলে টাকা আদায় করছে। মমতা জোর দিয়ে বলেন, কেউ ভয় পাবেন না। পশ্চিমবঙ্গ থেকে কাউকে বের করে দেওয়া হবে না। ডিজিটাল রেশন কার্ড করানোর সময়সীমা ছিল ২৭শে অক্টোবর পর্যন্ত। কিন্তু তা আবার ৫ই নভেম্বর থেকে শুরু করে ৩০শে নভেম্বর পর্যন্ত চলবে। এবং তিন রকমের রেশন কার্ড হবে আলাদা আলাদা তিন রঙের, তার মধ্যে একটি থাকবে শুধু পরিচয়পত্র হিসেবে ব্যবহারের জন্য। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য সরকারি অফিসারদের নির্দেশ দিয়েছেন।

কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তীর প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00


XS
SM
MD
LG