অ্যাকসেসিবিলিটি লিংক

এনএসএ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে ফ্রান্স ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা দাবী করেছে


NSA Surveillance Shutdown
NSA Surveillance Shutdown
যুক্তরাষ্ট্রের প্রাক্তন নিরাপত্তা বিষয়ক কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেন গোয়েন্দাগিরির নতুন অভিযোগ করার পর ফ্রান্স ও মেক্সিকো ক্ষোভের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে।

ফরাসী পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফেবিয়াস সোমবার বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের দূতকে ডেকে পাঠিয়েছেন। Le Monde সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা NSA ব্যাপক ভাবে ফরাসী নাগরিকদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী তার ব্যাখ্যা চেয়েছেন।


প্রতিবেদনে অভিযোগ করা হয় যে NSA এক মাসের মেয়াদে লক্ষ লক্ষ ফরাসী ফোন রেকর্ড সংগ্রহ করেছে। ফেবিয়াস ওই অভিযোগ সাংঘাতিক বলে দাবী করেন।

ইতোমধ্যে মেক্সিকো, জার্মান সাপ্তাহিকী Der Spiegleএ প্রকাশিত প্রতিবেদনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে। ওই পত্রিকায় স্নোডেন NSA এর বিরুদ্ধে অভিযোগ করে, যে তারা সাবেক মেক্সিকান প্রেসিডেন্ট ফিলিপে কালডেরনের ইমেইল সংগ্রহ করে।
XS
SM
MD
LG