অ্যাকসেসিবিলিটি লিংক

নুনেস বিতর্ক : রাশিয়ার গোয়েন্দাগিরি তদন্তে বাধ সাধতে পারে


যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষের গোয়েন্দা কমিটির বিতর্কিত চেয়ারম্যান ডভিন নুনেস নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে দ্বিদলীয় তদন্তকে মঙ্গলবার সন্দেহের বিষয় করে তুলেছেন যখন তিনি এ কাজ থেকে স্বেচ্ছায় তাঁর সরে যাওয়ার আহ্বান নাকচ করে দেন এবং সপ্তার বাকি দিনগুলোতে কমিটির কাজ বন্ধ করে দেন।

প্রতিনিধি পরিষদের সদস্য নুনেস এফবিআই ‘এর পরিচালক জেমস কমি এবং এন এস এর ‘র পরিচালক অ্যাডমিরাল মাইক রজার্সের সঙ্গে তাঁর একটি রুদ্ধদ্বার বৈঠক বাতিল করে দেন । এর ফলে ডেমক্র্যাটিক দলের সদস্যদের হতাশা বৃদ্ধি পেয়েছে। তারা বলছেন গত দেড় সপ্তা ধরে নুনেসের কার্যকলাপ তাঁর বিশ্বাসযোগ্যতাকে ক্ষুন্ন করেছে এবং এই তদন্তে নের্তৃত্ব দেওয়ার ক্ষমতাকে খর্ব করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ঘটনাচক্রে এক নজরদারীতে ধরা পড়েন বলে গত সপ্তায় দেওয়া তাঁর বক্তব্যের আগে নুনেস হোয়াইট হাউজ প্রাঙ্গনেই একটি গোয়েন্দা সুত্রের সঙ্গে দেখা করেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন যিনি বলেন যে নুনেস আসলে এমন একটি নিরাপদ স্থানের কাছাকাছি জয়াগায় সুত্রের দেওয়া তথ্য পেতে চাইছিলেন।

এই কথা প্রকাশ হয়ে পড়ায় ডেমক্র্যাটিক কমিটির সদস্য অ্যাডাম শিফ , নুনেসকে রাশিয়ার এই হস্তক্ষেপের তদন্ত থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার একদল সংবাদদাতাকে নুনেস বলেন সব কিছুই স্বাভাবিক ভাবে চলছে , আমি কেন পদত্যাগ করবো। তবে ডেমক্র্যাটরা বলছেন কমিটির কাজ থমকে গেছে।

XS
SM
MD
LG