অ্যাকসেসিবিলিটি লিংক

আগামী মাসে অনুষ্ঠিতব্য ওবামা-পুটিন বৈঠক বাতিল


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী মাসে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সংগে তাঁর যে পূর্ব পরিকল্পিত বৈঠকের কথা ছিল সেটা তিনি বাতিল করেছেন।
বুধবার ক্রেমলিন সম্পর্কে ব্যাতিক্রমধর্মী একটি কূটনৈতিক সমালোচনায় তিনি একথা ঘোষণা করেন। হোয়াইট হাউজ বলছে মিঃ ওবামার রাশিয়া সফরের পরিকল্পনা অব্যহত রয়েছে। সেণ্ট পিটার্সবার্গে তিনি অর্থনৈতিক গোষ্ঠি/ জি-২০র বৈঠকে যোগ দেবেন। বৈঠকের পর মষ্কো যাওয়ার পরিবর্তে সেখান থেকে তিনি সুইডেন সফর করবেন।
রাশিয়া যে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসকারী পলাতক এডওয়ার্ড স্নোডেনের অস্থায়ী আশ্রয় নিশ্চিত করেছে সে বিষয়টিতে ওবামা প্রশাসন চরমভাবে হতাশ হয়েছে।
প্রেসিডেন্ট ওবামা স্নোডেনকে যুক্তরাষ্ট্রেই বিচারের মুখোমুখী করার জন্য সেখান থেকে তাকে বহিষ্কার করার অনুরোধ করেছিলেন। কিন্তু রাশিয়ার প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুটিন সেই অনুরোধ নাকচ করে দেন।
XS
SM
MD
LG