গতকাল বুধবার হোয়াইট হাউজে , আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের নের্তৃস্থানীয় সদস্যদের সঙ্গে প্রায় চারঘন্টা ব্যাপী বৈঠকের পর প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন আমেরিকা এখনও দু পক্ষের মধ্যে কয়েক দশক ধরে চলে আসা অবিশ্বাসের প্রশমন ঘটানোর কাছাকাছি পৌঁছুতে পারেনি।
ওবামা বলেন , আমরা এখনও সেখানে যেতে পারিনি যেখানে অশ্বেতাঙ্গ সম্প্রদায়, মর্যাদা , পারস্পরিক সম্মান বোধ এবং সমতার সঙ্গে পরিষেবায় নিয়োজিত পুলিশ বিভাগের প্রতি আস্থা রাখতে পারে। তিনি বলেন আমরা সেখানে ও পৌঁছুইনি যেখানে পুলিশ বিভাগ ও সকল স্তরে পর্যাপ্ত সমর্থন পেতে পারে।
এই মত বিনিময় বৈঠকে বিভিন্ন গোষ্ঠি থেকে বিপুল পরিমাণ লোক অংশ নেন, যাদের মধ্যে ছিলেন অ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চ, লুইসানার গভর্ণর জন বেল এডওয়ার্ডস লস এঞ্জিলেসের মেয়র এরিক গার্সেটি NAACP প্রেসিডেন্ট কর্নেল ব্রুক্স, অন্যান্য নির্বাচিত কর্মকর্তা , বিভিন্ন বড় শহরের পুলিশ প্রধান , ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সক্রিয়কর্মী বৃন্দ এবং বিভিন্নধর্মের নের্তৃবৃন্দ।
প্রেসিডেন্ট বলেন তিনি একটি কক্ষে বিভিন্ন ধ্যান ধারণা সম্বলিত লোকজনকে আনতে চেয়ছিলেন যাতে তারা পরস্পরের কথা শুনতে পারে।
গত সপ্তায় পুলিশ ও কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মধ্যে একাধিক দূর্ভাগ্যজনক ঘটনার পরিপ্রিক্ষেতে এই বৈঠক অনুষ্ঠত হয়।