অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেণ্ট ওবামা ২ হাজার ১৪ সালের জন্যে যুক্তরাষ্ট্রের বাজেট প্রস্তাব পেশ করছেন


প্রেসিডেণ্ট ওবামা ২ হাজার ১৪ সালের জন্যে যুক্তরাষ্ট্রের যে বাজেট প্রস্তাব পেশ করছেন তাতে বিত্তশালিদের দেয় করে পরিবর্তন আনা হবে এবং সমাজ কল্যান নিরাপত্তা ভাতা বা সোস্যাল সিকিউরিটি বেনিফিটস যে ভাবে হিসেব করা হয় তাতে সমন্বয় সাধন করা হবে - যে সমন্বয় পরিকল্পনা উভয় দলেরই বহূ সদস্যকে তুষ্ট করতে পারছে না । হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে মি:ওবামার এ পরিকল্পনা পরবর্তি এক দশকে ঘাটতির পরিমান প্রায় দু’ লক্ষ কোটি ডলার কমিয়ে ফেলবে – নতুন নতুন রাজস্ব সংগ্রহ এবং বাজেট হ্রাস কর্মসূচির বদৌলতে । বিত্তশালী এ্যামেরিকানদের ও বড়ো বড়ো ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দেয় কর রেয়াত বিলুপ্ত বা হ্রাস করে এবং বছরে দশ লক্ষ বা তারও বেশি আয় যাঁদের তাঁদের কাছ থেকে ন্যুনতম ৩০ শতাংশ হারে কর নিয়ে প্রেসিডেণ্ট আরো বেশি করে রাজস্ব সংগ্রহ করতে চাইছেন ।
মি:ওবামার বাজেট পরিকল্পনায় সামাজিক নিরাপত্তা ভাতা সোস্যাল সিকিউরিটি ও প্রবীন বয়সিদের দেয় চিকিত্সা ব্যবস্থা মেডিকেয়ারে বড়ো মাপের ব্যয় হ্রাস শামিল রয়েছে । এ দু’টোই বয়স্ক এ্যামেরিকানদের বিশেষ কাংখিত কর্মসূচী ।
XS
SM
MD
LG