অ্যাকসেসিবিলিটি লিংক

জো বাইডেন,পররাষ্ট্র দপ্তরে ওবামা প্রশাসনের প্রবীণ কূটনীতিকদের নিয়োগ দিচ্ছেন 


Wendy Sherman, Victoria Nuland
Wendy Sherman, Victoria Nuland

প্রেসিডেন্ট নির্বাচিত, জো বাইডেন, তাঁর পররাষ্ট্র দপ্তরে ওবামা প্রশাসনের প্রবীণ ও প্রাক্তন কূটনীতিকদের নিয়োগ দিচ্ছেন I অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ায় নিয়োজিত এক কর্মকর্তা জানান, পররাষ্ট্র দপ্তরের দ্বিতীয় ও তৃতীয় উচ্চ পদের জন্য, জো বাইবেন, ওয়েনডি শেরম্যান এবং ভিক্টোরিয়া নুল্যান্ডকে নিয়োগ দেবার ইচ্ছা ব্যক্ত করেছেন I

অন্যান্য যারা নিয়োগ পেতে চলেছেন, তাঁরা হলেন, ব্রায়ান মকিওন, বনি জেনকিন্স, উজরা জেয়া, ডেরেক চলেট, সুজি জর্জ, নেড প্রাইস,জেলিনা পোর্টার এবং জেফরি প্রেসকট I

XS
SM
MD
LG