যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ আফ্রিকার পথে রয়েছেন। আফ্রিকার তিনটি দেশে তাঁর সফরে লক্ষ্য হচ্ছে ঐ মহাদেশের সংগে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সম্প্রসারণ করা।
শুক্রবার প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ানে ভ্রমনরত সাংবাদিকদের বলেন, ৯৪ বছর বয়সী মিঃ মেন্ডেলাকে দেখতে যাবেন কিনা সে বিষয়টি সম্পর্কে তেমন কিছু স্পষ্ট করে বলেননি।
মিঃ ওবামা শুক্রবার সেনেগাল ত্যাগ করেন। দু-দিনের সফরে তিনি প্রেসিডেন্ট ম্যাকি সলের সঙ্গে বৈঠক করেন এবং দেশটিতে গণতন্ত্রের এবং আইনের শাসনের উত্তরণ ঘটানো কথা বলেন।
প্রেসিডেন্ট গোরি দ্বীপে আবেগময় এক সফরে যান যে দ্বীপটি ১৮শ শতকের ক্রিতদাস লেনদেনের প্রতীক হয়ে আছে।
মি ম্যান্ডেলা গুরুতর ভাবে অসুস্থ অবস্থায়স প্রিটোরিয়ার একটি হাসপাতালে রয়েছেন। ওয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন যে এই ধরনের সফর মেন্ডেলা পরিবারের ওপরেই নির্ভর করছে।
শনিবার প্রেসিডেন্ট ওবামার রবিন দ্বীপে যাওয়ার পরিকল্পনা রয়েছে যেখানে সাবেক প্রেসিডেন্ট নেলসান মেনন্ডেলাকে প্রায় ২৭ আটক রাখা হয়েছিল।
বৃহস্পতিবার প্রসিডেন্ট ওবামা অসুস্থ নেতার প্রতি শ্রোদ্ধা জানানা। তিনি বলেন “বিশ্বের জন্য তিনি একজন বীর।”