যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এখন নতুন দিল্লিতে আছেন, মুম্বাইয়ে ভারতীয় ছাত্র ছাত্রীদের সঙ্গে এক বৈঠকের সময় পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এই স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনার পর।
মিস্টার ওবামা ভারতের রাজধানীতে রবিবার যখন পৌছোন তখন ভারতের প্রধানমন্ত্রী মানমোহোন শিং বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। প্রেসিডেন্টের ১০ দিনের এশিয়া সফরে এটি ছিল দ্বিতীয় যাত্রা বিরতি।
মুম্বাইয়ে ছাত্রদের তিনি বলেন “আমরা পাকিস্তানী সরকারের সঙ্গে কাজ করবো চরমপন্থা অপসারনের জন্য। আমরা মনে করি চরমপন্থা ক্যান্সারের মতো”।
ভারত মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে।