অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট বারাক ওবামা মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন


প্রেসিডেন্ট জাকার্তায়, ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের সামনে ভাষণ দেন
প্রেসিডেন্ট জাকার্তায়, ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের সামনে ভাষণ দেন

প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শরীকদের বলেছেন আমেরিকার সমৃদ্ধির সঙ্গে তাদের নিজেদের সমৃদ্ধির সংয়োগ রয়েছে। তিনি বলেন বিশ্ব ব্যাপি অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এ সপ্তাহে বিশ্বের সর্ববৃহত্ অর্থনীতিগুলো, জি টোয়েন্টি সম্মেলনে মিস্টার ওবামার বার্তা বুধবার প্রকাশ করা হয় যখন তিনি দক্ষিণ কোরিয়ায় পৌছান। ইন্দোনেশিয়ায় সংক্ষিপ্ত সফরের পর তিনি সিউলে যান। ইন্দোনেশিয়ায় তিনি বুধবার এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ভাষণ তিনি বলেন যুক্তরাষ্ট্র ইসলমের বিরুদ্ধে লড়ছে না, যুক্তরাষ্ট্র কখনই ইসলমের বিরুদ্ধে লড়বে না।

প্রেসিডেন্ট জাকার্তায়, ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের সামনে ভাষণ দেন এবং তার জীবনে ইন্দনেশিয়ার ভূমিকার কথা বলেন।

XS
SM
MD
LG