যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তিন দিনের এক সফরের প্রথম পর্যায়ে আজ মেক্সিকো যাচ্ছেন। তার সফরের লক্ষ্য হচ্ছে বানিজ্য সম্পর্ক আরো জোরালো করা এবং যুক্তরাস্ট্রের অভিবাসন সংস্কার , নিরাপত্তা বিষয়ক হুমকি ও মাদক দ্রব্যের চোরাচালান নিয়ে দক্ষিণের দেশগুলির সঙ্গে আলোচনা করা ।
মি ওবামা মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট Enrique Pena Nieto ‘র সঙ্গে বৈঠক করবেন যাতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বানিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করা যায়। প্রেসিডেন্ট বলেন এই সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে বার বার অর্থনৈতিক বিষয়ে সংলাপের প্রযোজন আছে । তবে তিনি এ কথাও স্মরণ করিয়ে দেন যে এর অর্থ এই নয় যে তারা নিরাপত্তা বিষয়ে কোন কথা বলবেন না। তিনি বলেন যে মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে তার প্রথম সাক্ষাতে তিনি এ কথাটাই বলেন যে তারা কিভাবে মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। মি ওবামা বলেন যে দু দেশের সরকারের মধ্যে গত বেশ কয়েক বছর ধরে সহযোগিতা ও সম্বয়ের দিক থেকে তারা অনেক এগিয়ে গেছেন। তবে তার মনে হচ্ছে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।
মি ওবামা মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট Enrique Pena Nieto ‘র সঙ্গে বৈঠক করবেন যাতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বানিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করা যায়। প্রেসিডেন্ট বলেন এই সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে বার বার অর্থনৈতিক বিষয়ে সংলাপের প্রযোজন আছে । তবে তিনি এ কথাও স্মরণ করিয়ে দেন যে এর অর্থ এই নয় যে তারা নিরাপত্তা বিষয়ে কোন কথা বলবেন না। তিনি বলেন যে মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে তার প্রথম সাক্ষাতে তিনি এ কথাটাই বলেন যে তারা কিভাবে মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। মি ওবামা বলেন যে দু দেশের সরকারের মধ্যে গত বেশ কয়েক বছর ধরে সহযোগিতা ও সম্বয়ের দিক থেকে তারা অনেক এগিয়ে গেছেন। তবে তার মনে হচ্ছে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।