অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা লেগ্যাসি সম্পর্কে সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহর বিশ্লেষণ


ওবামা লেগ্যাসি সম্পর্কে সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহর বিশ্লেষণ

এই মুহুর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাজনীতি অঙ্গনের সবচেয়ে বড়ো-গরম বিষয়টি হ’লো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তরফের হ্যাকিংয়ের অভিযোগ। প্রেসিডেন্ট ওবামা গতকালকের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে যাই বলেছেন তার মূল্যায়ন কিভাবে করবেন?

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বড়ো একটা ভিত্তিই হ’লো যুক্তরাষ্ট্রের তরফের এক চীন নীতির অনুসরণ- তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের টেলিফোন আলাপচারিতায় তাতে চিড় ধরেছে বড়ো মাপে, বলছেন অনেকে- বিশ্বের বড়ো দু’ই অর্থনীতির দেশের মধ্যেকার সম্পর্ক ওবামা যেভাবে বজায় রেখে এসেছেন, সেটা কতোখানি যুক্তিগ্রাহ্য বলে প্রতিয়মান হতে পারে?

গোড়ায় অনেকেই, বিশেষ করে ওবামা বিরোধীরা বলেছিলেন – প্রকাশ্যেই, দু’ মেয়াদ পর্যন্ত ওবামা টিকবেন না। কিন্তু পুরোদস্তুর দু’মেয়াদই পূরণ করছেন তিনি এবং বিভিন্ন ক্ষেত্রে- তাঁর সাফল্য নিয়ে অনেকেই উল্লসিত- অনেকে আবার বিরূপ সমালোচনাও করছেন। শুক্রবারের প্রেস কনফারেন্সের আলোকে ওবামা লেগেসীর ধারাবাহিকতা কিভাবে রক্ষিত হবে বলে মনে হয় আপনার।

XS
SM
MD
LG