এ সপ্তাহে ওয়াশিংটনে জলবায়ু সংশ্লিষ্ট বড়ো মাপের একখানা ঘোষনা শোনা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বছর শেষের আগেই প্যারিস জলবায়ূ চুক্তি অনুসমর্থনে দায়বদ্ধতা ব্যক্ত করেন কিনা, বিশেষজ্ঞেরা এখন সেটা শোনারই প্রতিক্ষাতে রয়েছেন। ভারত যদি ঐ রফায় অনুসমর্থন দেয়ই, চুক্তি তাহলে মূল যে লক্ষমাত্রা ছিলো ২ হাজার ২০ সালের তার আগেই হয়তোবা বলবত করার কাজ শুরু হয়ে যেতে পারে।চুক্তির প্রবক্তারা বলছেন- ওটা থেকেই তাহলে পরিস্কার ইশারা মিলবে যে জলবায়ু পরিবর্তন বিষয়ে লড়তে বিকাশমুখি বিশ্বের দেশগুলো সিরিয়াসভাবে চিন্তা করছে।বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী গ্রহের জন্যে তাপমাত্রা দু’ ডিগ্রির কমে ধরে রাখার লক্ষ হাসিল খুবই গুরুত্বপুর্ণ এবং এ ব্যাপারে ভারত ও বাদবাকি বিশ্বের সম্মতি খুবই জরূরি বলে সমালোচকদের ধারণা।মোদি এই মুহুর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন রাষ্ট্রীয় সফরে- কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষন দেবেন তিনি – প্রেসিডেন্ট ওবামার সঙ্গে আলোচনায় মিলিত হবেন তিনি ।এটা হবে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তাঁর সপ্তম সাক্ষাৎকার বৈঠক।