অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা এ পর্যন্ত তাঁর শাসনামলের সাত বছরে, যুক্তরাষ্ট্রে এই প্রথম কোন মসজিদে যাচ্ছেন


ওবামা এ পর্যন্ত তাঁর শাসনামলের সাত বছরে,যুক্তরাষ্ট্রে এই প্রথম কোন মসজিদে যাচ্ছেন:

কায়রো থেকে ইস্তাম্বুল-জাকার্তা অবধি, বিশ্বের বিভিন্ন অংশে বারাক ওবামা বিভিন্ন মসজিদে গিয়েছেন তাঁর শাসনামলের, এ পর্যন্ত অতিক্রান্ত সাত বছরে।এখন, এই বুধবারে এই প্রথম তিনি যুক্তরাষ্ট্রের একটি মসজিদে যাচ্ছেন বলে উল্লেখ করছেন ভয়েস অফ এ্যামেরিকার হোয়াইট হাউস সংবাদদাতা অরু পান্ডে তাঁর প্রতিবেদনে।

ওয়াশিংটনের অদূরবর্তী বলটিমোরের উপকন্ঠে, ইসলামিক সোস্যাইটি অফ বলটিমোর- ISB-র মসজিদে যাচ্ছেন তিনি মুসলিম-এ্যামেরিকানদের সঙ্গে দেখা করার জন্যে,তাঁদের সঙ্গে কথাবার্তা বলতে।ওবামার এ মসজিদ সফর প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারী জশ আর্নেস্ট মন্তব্য করেছেন-‘এই সুযোগে তিনি মূসলিম-এ্যামেরিকান সম্প্রদায়কে স্পষ্ট করে জানিয়ে দিতে চান যে,তাঁদের ধর্মিয় ঐতিহ্য ও ধারাবাহিকতার সঙ্গে সঙ্গতি রেখেই সৃষ্টিকর্তার উপাসনায় তাঁদের অধিকারকে দৃঢ় প্রত্যয়ে রক্ষা করবেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে।’

এখানে উল্লেখ করা যেতে পারে-মুসলিম এ্যামেরিকানদের প্রতি সহিংসতার মনোভাব নিয়ে উদ্বেগ-দূশ্চিন্তা ক্রমান্বয়ে চারিয়ে উঠেছে যখন, ঠিক তেমনি একটি সময়ে প্রেসিডেন্ট ওবামা এই মসজিস সফরে যাচ্ছেন বলে উল্লেখ করেছেন ভয়েস অফ এ্যামেরিকার সংবাদদাতা ক্রীস সিমকিন্স তাঁর প্রতিবেদনে।

XS
SM
MD
LG