অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান এক বছর পরেই পারমানবিক অস্ত্র নির্মাণ করতে পারে: ওবামা


A handout picture released by the official website of Iran's supreme leader, Ayatollah Ali Khamenei, shows a military parade during his visit to the Military College of Tehran on October 5, 2013.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের হিসেব অনুযায়ী ইরান এক বছর কিংবা তার একটু বেশি পরেই পারমানবিক অস্ত্র নির্মাণ করতে পারে।

অ্যাসোসিয়েটেড প্রেস এর সঙ্গে এক সাক্ষাৎকারে মি ওবামা স্বীকার করেন যে ইসরাইলের চেয়ে যুক্তরাষ্ট্রের অনুমান কিছুটা রক্ষনশীল কারণ ইসরাইল মনে করে যে ইরান পারমানবিক অস্ত্র নির্মাণের কাছাকাছি পৌছে গেছে।

প্রেসিডেন্ট ওবামা আরও বলেন বিশ্বকে এটা যাচাই করে দেখতে হবে যে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কুটনৈতিক ভাবে পারমানবিক বিবাদ নিস্পত্তিতে কতখানি গুরুত্ব দেন।

এ দিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যে পশ্চিমের দিকে ঝুকছেন তার প্রতি সমর্থন জানালেন সেখানকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে তিনি বলেন যে গত মাসে মি রুহানির নিউ ইয়কর্ সফরের কোন কোন দিক যথার্থ ছিল না।

শনিবার , তাঁর ওয়েবসাইটে পোস্ট করা মন্তব্যে আয়াতুল্লাহ আলী খামেনি তাঁর আপত্তির কথা বিস্তারিত বলেননি তবে মনে হয় তাঁর আপত্তির কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইরানি প্রেসিডেন্টের ফোন আলাপ ।

আয়াতুল্লাহ বলেন যে যুক্তরাষ্ট্র সরকারের ওপর আস্থা রাখা যায় না কারণ তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে।

ইরানের বিশেষ Revolutionary Guards এর কমান্ডার জেনারেল মোহাম্মদ আলী জাফরি ও মি ওবামার সঙ্গে মি রুহানির টেলিফোনে কথা বলা কৌশলগত ভাবে ভুল বলে অভিহিত করেছেন।
XS
SM
MD
LG