অ্যাকসেসিবিলিটি লিংক

ন্যুনতম মজুরী ঘন্টায় ১০ ডলার ১০ সেন্ট করতে প্রতিনিধি পরিষদের প্রতি বিল পাশের আহবান প্রেসিডেন্ট ওবামার


যুক্তরাষ্ট্রের কর্মজীবিদের জন্য ন্যুনতম মজুরী ঘন্টায় ১০ ডলার ১০ সেন্ট করতে বিল পাশ করার জন্য প্রতিনিধি পরিষদের প্রতি আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সাপ্তাহিক ভাষণে শনিবার প্রেসিডেন্ট ওবামা বলেন প্রতি চারজনের মধ্যে তিনজন আমেরিকান এই মজুরী বৃদ্ধির পক্ষে; যার ফলে দেশের ২ কোটি ৮০ লক্ষ মানুষ উপকৃত হবেন। মিষ্টার ওবামা বলেন গড় পড়তায় বেতনভোগী কর্মজীবির বয়স ৩৫ বছর এবং তারা প্রায়শই কায়িক পরিশ্রমের কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে থাকেন।

প্রেসিডেন্ট বলেন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা মজুরী বৃদ্ধির পরিকল্পনা আটকে দিচ্ছেন এবং অনেকেই এর একেবারেই পক্ষে নন।

বারাক ওবামা বলেন সাধ্যসম্মত স্বাস্থ্য সেবা আইনের বিপক্ষে রিপাবলিকানরা ৫০ বারেরও বেশী ভোট দিয়েছিলেন। তিনি বলেন লক্ষ কোটি কর্মজীবি পরিবারের কথা বিবেচনা করে প্রতিনিধি পরিষদের উচিৎ নিম্নতম মজুরী বৃদ্ধির পক্ষে অন্তত একবার ভোট দেয়া।

এদিকে শনিবার রিপাবলিকান পক্ষীয় বক্তব্যে প্রতিনিধি পরিষদ স্পিকার জন বেয়নার বলেছেন ক্ষুদ্র ব্যাসায়ের জন্য তারা যে ভবিষ্যৎ পরিকল্পনা করছেন, কেন্দ্রীয় সরকারের উচিৎ তা থেকে বের হয়ে আসা। তিনি বলেন রিপাবলিকানরা এমন অর্থনৈতিক কর্মসূচী নিতে চাচ্ছেন যাতে সবার আগে কর্মসংস্থান বাড়ে।
XS
SM
MD
LG