অ্যাকসেসিবিলিটি লিংক

এশিয়া সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট ওবামা এখন ফিলিপিন্সে


প্রেসিডেণ্ট বেনিনো একিনোর সঙ্গে প্রেসিডেণ্ট বারাক ওবামা
প্রেসিডেণ্ট বেনিনো একিনোর সঙ্গে প্রেসিডেণ্ট বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট বারাক ওবামা বলছেন, ফিলিপিন্সের সঙ্গে যে নতুন নিরাপত্তা চুক্তি সাক্ষরিত হয়েছে তার উদ্দেশ্য চীনের মোকাবিলা বা চীনকে নিয়ন্ত্রণ নয়।

মিঃ ওবামা, তাঁর এশিয়া সফরের অংশ হিসেবে ফিলিপিন্সে পৌঁছোনোর মাত্র কয়েক ঘন্টা আগে এই চুক্তি সাক্ষর হয়। এই সফরের অংশ হিসেবে তিনি এরই মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও মালায়শিয়া গেছেন।

ফিলিপিন্সের প্রেসিডেণ্ট বেনিনো একিনোর সঙ্গে এক যুগ্ম সংবাদ সম্মেলনে, প্রেসিডেণ্ট ওবামা বলেছেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গঠনমূলক। এবং আমাদের লক্ষ্য, আন্তর্জাতিক নিয়ম-নীতির প্রতি যাতে শ্রদ্ধা দেখানো হয় তা নিশ্চিত করা। এর মধ্যে আন্তর্জাতিক বিবাদের বিষয়গুলোও থাকবে।

চীন এবং ফিলিপিন্স দক্ষিণ চীন সাগরের জলসীমার ওপর তাদের পরস্পরবিরোধী অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে।

প্রেসিডেন্ট একিনো বলছেন, তিনি মনে করেন না, ঐ অঞ্চলে বর্ধিত কলেবরে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিয়ে চীনের উদবিগ্ন হবার কারণ আছে। তিনি আরও বলেছেন, ঐ অঞ্চলের অন্যান্য দেশের জন্যে ফিলিপিন্স কোন হুমকি নয়।
XS
SM
MD
LG