অ্যাকসেসিবিলিটি লিংক

স্বাস্থ্য সেবা আইন রক্ষায় ডেমোক্রেট আইন প্রনেতাদের প্রতি অনুরোধ প্রেসিডেন্ট ওবামার


প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর ঐতিহাসিক স্বাস্থ্য সেবা আইন রক্ষার জন্য ডেমোক্রেট দলীয় আইন প্রনেতাদেরকে অনুরোধ জানিয়েছেন। বুধবার ক্যাপিটল হিলে তিনি তাঁর স্বাস্থ্যসেবা আইন রক্ষায় সকল ডেমোক্রেটদের জোর প্রচেষ্টার অনুরোধ করেন।

ওদিকে নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও ক্যাপিটর হিলে ওবামাকেয়ার বাতিল সহ বিভিন্ন বিষয় নিয়ে রেপাবলিকান আইনপ্রনেতাদের সঙ্গে কথা বলেন।

হাউজ আব রেপ্রেজেন্টেটিভস এবং সেনেট এই দুই হাউজর নিয়ন্ত্র যখন ডেমোক্রেটকের হাতে ছিল, ২০১০ সালে কংগ্রেসে তখন ঐ স্বাস্থ্যসেবা আইন পাশ হয়। ২০ শে জানুয়ারী নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহন করার পর কি হবে তা নিয়ে সকলের মনে এখন প্রশ্ন।

XS
SM
MD
LG