অ্যাকসেসিবিলিটি লিংক

আফ্রিকা সফরে ওবামা



আফ্রিকা সফরে প্রথম যাত্রাবিরতির জন্য প্রেসিডেন্ট বারাক ত্তবামা এখন সেনেগালের উদ্দেশ্যে ফ্লাইটে রয়েছেন। সেনেগালে তিনি বানিজ্য, বিনিয়োগ এবং গণতন্ত্র উন্নয়নের ত্তপর জোর দেবেন।

সাত ঘন্টার ফ্লাইট শেষে বৃহস্পতিবার ডাকারে তিনি সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যালের সাথে বৈঠক করবেন এবং স্থানীয় বিচার বিভাগীয় নেতৃবৃন্দের সাথে আইনের শাসন নিয়ে আলোচনায় বসবেন।

প্রেসিডেন্টর সফরসূচি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে যুক্তরাষ্ট্রের বানিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান বলেন, এইডস মহামারী রোধ করা এবং দুর্নীতি কমানো এবং দারিদ্র নিরসন আলোচনার জন্যই নেতৃবৃন্দ আফ্রিকায় মিলিত হবেন।

তবে তিনি বলেন এ নিয়ে আফ্রিকার উন্নয়নের গতি স্লথ। যুক্তরাষ্ট তাদের পাশেই থাকবে যারা উন্নয়নের চেষ্টা অব্যহত রেখেছে এবং কিছুটা অর্জন করেছে।

সেনেগাল থেকে প্রেসিডেন্ট ওবামা দক্ষিণ আফ্রিকার রোবেন আইল্যন্ড সফর করবেন, যেখানে দেশটির সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা প্রায় দু’দশক কারাগারে কাটিয়েছিলেন।

XS
SM
MD
LG