অ্যাকসেসিবিলিটি লিংক

স্কুলের গুলি চালনায় বিধ্বস্ত শহরে যাচ্ছেন ওবামা


আজ রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কানেটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনে যাচ্ছেন স্কুলে গুলি চালনার ঘটনার পর ঐ বিপর্যস্ত শহরের লোকজনদের সান্তনা দেওয়ার জন্যে।শুক্রবারের ঐ ঘটনায় ২০জন শিশু এবং ৬ জন বয়স্ক লোক প্রাণ হারায়।

হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন যে মি ওবামা সেই সব পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন যারা স্যান্ডি হুক এলিমেন্টারী স্কুলে তাদের প্রিয় জনকে হারিয়েছেন । যারা এই ঘটনায় সাহায্যের জন্যে প্রথমে এগিয়ে এসছিলেন তিনি তাদের ও ধন্যবাদ জানাবেন। কথা আছে যে প্রেসিডেন্ট রোববার রাতে মোমবাতি জ্বালিয়ে এই ঘটনায় নিহতদের জন্যে প্রার্থনার সময়ে তাদের পরিবারের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কানেটিকাট অঙ্গরাজ্যের পুলিশ বলছে যে যারা মার গেছে তাদের নামের তালিকায় রয়েছে ১২ জন মেয়ে এবং আটজন ছেলের নাম , যাদের বয়স ৬ কিংবা ৭ ।

যে ৬ জন বয়সী লোককে হত্যা করা হয়েছে , তারা সকলেই নারী। কানেটিকাটেন চীফ মেডিকাল এক্স্যামিনার বলেছেন যে নিহতদের সকলকেই খুব কাছে থেকে রাইফেলে গুলিতে হত্যা করা হয়।

কর্মকর্তারা বলছেন যে বন্দুকধারী ঘাতকটি নিজেও , নিজের বন্দুকের গুলিতে জখম হয়ে প্রাণ হারায়।
XS
SM
MD
LG