অ্যাকসেসিবিলিটি লিংক

শোকাহত পরিবার পরিজনদের সঙ্গে ওবামা


প্রেসিডেন্ট ওবামা ও ভাইস প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার সারাদিনই গুলিতে নিহতদের আত্মীয় পরিজনদের সঙ্গে সময় কাটান। অরল্যান্ডোর শহরতলিতে তাঁদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ৪৯টি সাদা গোলাপ দিয়ে তাঁরা মৃতদের স্মরণকরেন।

প্রেসিডেন্ট ওবামা বলেন, মানবতার জন্য সর্বোত্তম প্রয়াস হবে আমাদের সবাইকে একত্রে কাজ করে যাওয়া ; সরকার পর্যায়ের প্রতিটি স্তর থেকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে যারা আমাদের ভীতসন্ত্রস্ত করেছে তাদের বিরুদ্ধে একত্রিত হতে হবে I তিনি বলেন ISIS বা আল কাইদাকে পরাস্ত করতে যুক্তরাষ্ট্র অপার অভিযান চালিয়ে যাবে।

রাজনৈতিক মতাদর্শে ভেদাভেদ থাকা সত্ত্বেও AIR FORCE ONE এ Orlando 'র পথে তাঁর সঙ্গী হয়েছিলেন রিপাবলিকান দলীয় সেনেটার মার্কো রুবিয়। তাঁরা উভয়েই ঐক্য সংহতির আবেদন জানান।

XS
SM
MD
LG