আকাশে নতুন চাঁদের অবির্ভাবের সাথে সাথে মিশেল এবং আমি আমেরিকা এবং বিশ্বের সব ঈদ পালনকারীর প্রতি শুভেচ্ছা জানাই। এই রোজার মাসে অর্ল্যান্ডো, ইস্তানবুল, ঢাকা, বাগদাদ, মদিনাসহ বিভিন্ন সহিংস হামলায় যে কয়েক শ নিরাপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের জন্য রইলো আমাদের প্রার্থনা। আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক।
বিস্তারিত শুনতে নিচে প্লে বাটনে ক্লিক করুন।