অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র-মিশর দ্বিবার্ষিক সামরিক মহড়া বতিল করেছেন ওবামা


এ দিকে মিশরের বিক্ষোভকারীদের ওপর অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা কর্মীদের ভয়াবহ অভিযানে কয়েক’শ নিহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী মাসে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-মিশর দ্বিবার্ষিক সামরিক মহড়া বতিল করেছেন।

মিষ্টার ওবামা বুধবারের ঘটনার তীব্র নিন্দা জানান। সামরিক মহড়া বাতিল ঘোষনা দিয়ে প্রেসিডেন্ট ওবামা বলেন,
“কোথাও যখন অস্বাভাবিকভাবে রাস্তায় সাধারন মানুষ হত্যা করা হয় এবং তাদের অধিকার হরণ করা হয়, তখন আমাদের ঐতিহ্যবাহী সহযোগিতা চলতে পারে না”।

ম্যাসাচুসেটসের মার্থা ভাইন-ইয়ার্ডে রিজোর্টে ছুটিতে থাকা অবস্থায় প্রেসিডেন্ট ওবামা এই ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ, চীন, রাশিয়া, তুরস্ক মিশরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
XS
SM
MD
LG