অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ প্রেসিডেন্ট ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট ওবামাকে ফোন করেছেন



রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইউক্রেন সংকট নিরসনের লক্ষ্যে আমেরিকার দেয়া প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট ওবামাকে ফোন করেছেন। ওয়াইট হাউস বলেছে, মিঃ ওবামা পরামর্শ দিয়েছেন, এ সপ্তাহের আগের দিকে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফকে যে কূটনৈতিক সমাধান প্রস্তাব করেছিলেন, মিঃ পুটিন তার লিখিত জবাব দিতে পারেন। এর আগে সিবিএস চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামা বলেন, আশা করা যায়, রাশিয়ার সেনা মোতায়েন ইউক্রেনকে ভীতি প্রদর্শন ছাড়া বেশি কিছু নয়। তবে রাশিয়ার আরও পরিকল্পনা থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান বলেন, ইউক্রেনের উত্তর, দক্ষিণ, এবং পূর্বদিকের সীমান্তে রাশিয়ার প্রায় এক লক্ষ সেনা মোতায়েন আছে। তিনি বলেন রাশিয়ার সৈনারা আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে । তবে পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করেন, পূর্ব এবং দক্ষিণাঞ্চলের সীমান্তে ৩০ হাজার সেনা মোতায়েন আছে।
XS
SM
MD
LG