অ্যাকসেসিবিলিটি লিংক

​কৃত্রিম উপগ্রহে সংগ্রহ করা চিত্রে ১২২টি বস্তু ধরা পরেছে যা মালায়শিয়ার নিখোঁজ বিমানের হতে পারে



মালায়শিয়া বলছে, কৃত্রিম উপগ্রহ থেকে সংগ্রহ করা তথ্যে চিত্রের নতুন বিশ্লেষণে ১২২টি বস্তু ধরা পরেছে যা থেকে মনে করা হচ্ছে যে বস্তুগুলো সম্ভাবত ভারত মহাসাগরে মালায়শিয়ার নিখোঁজ বিমানটির অংশ হতে পারে।

মালায়শিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসামুদ্দিন হোসেইন বুধবার সাংবাদিকদের বলেন ২৩শে মার্চ ফরাসী কৃত্রিম উপগ্রহ থেকে সংগ্রহ করা ছবিতেই ঐসব ধ্বংসাবশেষ ধরা পরেছে যা ঐ বিমানের হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী হিসামুদ্দিন বলেন, কিছু কিছু জিনিষ ১ মিটার দীর্ঘ আর অন্যগুলো প্রায় ২৩ মিটার পর্যন্ত দীর্ঘ। কিছু কিছু বস্তু খুব চকচকে দেখাচ্ছে যা সম্ভাবত ধাতুর তৈরী। পার্থের ২ হাজার পাঁচ’শ সাতান্ন কিলোমিটার দূরে জিনিষগুলো দেখা গিয়েছে।
XS
SM
MD
LG