যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে গত মাসের সহিংস ঘটনায় আহত ক্যাপিঁটল পুলিশ সদস্য ব্রায়ান সিকনিক মারা যান। ক্যাপিটাল হিলের রোটন্ডায় সম্মান জানানোর জন্য তার দেহাবশেষ রাখা হয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন ব্রায়ান সিকনিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি শ্রদ্ধা নিবেদন করেন। কংগ্রেসের সদস্যরা বুধবার সকালে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। সকাল সাড়ে দশটায় কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ শ্রদ্ধা জানানোর পর দুপুরে আর্লিংটন জাতীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
ব্রায়ান সিকনিক তৃতীয় ক্যাপিটল পুলিশ সদস্য যাকে বিশেষ সম্মান জানানোর জন্য ক্যাপিটাল হিলের রোটন্ডায় তার দেহাবশেষ রাখা হয়েছে। এর আগে ১৯৯৮ সালে কর্তব্য পালনের সময় মারা যান জেকব চেস্টনাট ও জন গিবসন।