অ্যাকসেসিবিলিটি লিংক

ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে এক হামলাকারীর ছুরির আঘাতে অন্ততপক্ষে নয়জন আহত


যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক হামলাকারীর ছুরির আঘাতে অন্ততপক্ষে নয়জন আহত হয়েছে। কলম্বাসের পুলিশ জানিয়েছে, হামলাকারী পথচারীদের ভীড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয় এবং এরপর তাদের ছুরিকাঘাত করতে শুরু করে।

পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। কলম্বাসের পুলিশ প্রধান কিম জেকবস জানিয়েছেন, তারা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসাবে বিবেচনা করছে।

ওহাইও স্টেট ইউনিভার্সিটি হামলাকারীকে চিহ্নিত করেছে। তার নাম আবদুল রাজাক আলী আরটান। সে বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র ছিল। ভয়েস অব আমেরিকার সোমালি সার্ভিসকে, কলম্বাসের সোমালি কমিউনিটির সদস্যরা জানিয়েছে, হামলাকারী সোমালি বংশোদ্ভূত এবং তার বয়স ছিল প্রায় ২০ বছর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত নয়জনের কেউই আশংকাজনক অবস্থায় নেই।

ওহাইও স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মাইকেল ড্রেক বলেন, ঘটনার পরপরই সন্দেহভাজন আরো এক ব্যক্তি রয়েছে, এমন গুজব ছড়িযে পড়ে। তবে পুলিশ তল্লাশী চালিয়েছে এবং সেখানে একজন হামলাকারী ছিল বলে মনে করা হচ্ছে।

XS
SM
MD
LG