অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে ওআইসি


ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি রোহিঙ্গা মুসলমানদের অমানবিক পরিস্থিতির নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের উপরে সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে। শনিবার পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ওআইসির শীর্ষ সম্মেলনে গৃহীত বিবৃতিতে নিজ নাগরিকদের রক্ষায় মিয়ানমার সরকারের দায়দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করা হয়।

সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করতে বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে উত্থাপনের জন্য ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর কাছ থেকে সমর্থন কামনা করেছেন এবং এ লক্ষ্যে স্বেচ্ছা তহবিল ও কৌশলগত সহায়তার জন্যও তিনি সদস্য দেশগুলোর প্রতি আহবান জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সন্ত্রাস-জঙ্গীবাদের ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ, নিজ ভূখন্ডকে সন্ত্রাসী ব্যক্তি কিংবা সংগঠন কর্তৃক ব্যবহৃত হতে না দেয়া এবং একযোগে মোকাবেলার জন্য ওআইসির সদস্য দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG