অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের


oikko front
oikko front

নতুন নির্বাচনের দাবিতে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। ৩০শে ডিসেম্বর ভোট ডাকাতির প্রতিবাদে বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সরকারের উদ্দেশ্যে বলেছেন, আজকে শুধু কালো ব্যাজ ধারন করে প্রতিবাদ করছি। আমরা আর প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। তিনি বলেন, ৩০শে তারিখে কি কি অপকর্ম করছেন, কি কি ডাকাতি করছেন, আগামী ২৪ তারিখে তার সবকিছু উলঙ্গ করে দেয়া হবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ইতিহাসের পেছনে ফিরে গেলে দেখবেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন হয়েছে। মিডিয়ার কল্যাণে সেদিন ভোট কেন্দ্রে কুকুর ও বিড়াল দেখিছি, কোনো ভোটার ভোট দেয়নি। কিন্তু ৩০শে ডিসেম্বর নির্বাচন হয়নি, প্রহসন হয়েছে। গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ২০১৪ সনের ৫ই জানুয়ারি শেখ হাসিনা গণতন্ত্রকে লাইফ সাপোর্টে পাঠিয়েছিলেন। আর ২০১৮ সনের ৩০শে ডিসেম্বরের নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।

XS
SM
MD
LG