অ্যাকসেসিবিলিটি লিংক

বিদায় বেতার ব্যক্তিত্ব ও বাচিক শিল্পী কাফি খান


ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে প্রবীণ বেতার ব্যক্তিত্ব কাফি খান চলে গেলেন না ফেরার দেশে ( ইন্না লিল্লাহু ওয়া ইন্না এলায়েহে রাজেউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর ।কাফি খান ১৯৬৬ সালে ভয়েস অফ আমেরিকায় যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের  মুক্তিযুদ্ধের সময়ে তিনি ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশে ফিরে যান। ১৯৮৩ সালে তিনি দ্বিতীয় বার ভয়েস অফ আমেরিকায় যোগ দেন। ১৯৯৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।

ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে প্রবীণ বেতার ব্যক্তিত্ব কাফি খান চলে গেলেন না ফেরার দেশে ( ইন্না লিল্লাহু ওয়া ইন্না এলায়েহে রাজেউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর ।কাফি খান ১৯৬৬ সালে ভয়েস অফ আমেরিকায় যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তিনি ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশে ফিরে যান। ১৯৮৩ সালে তিনি দ্বিতীয় বার ভয়েস অফ আমেরিকায় যোগ দেন। ১৯৯৪ সালে তিনি অবসর গ্রহণ করেন। ১৯৯৯ সাল থেকে তিনি বেশ কিছু দিন খন্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে ভয়েস অফ আমেরিকায় যুক্ত ছিলেন। ষাটের দশকে ঢাকায় তিনি USIA ( তদনীন্তন USIS)’এ ও কাজ করেছেন। সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের প্রথম দিক পর্যন্ত তিনি বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কাফি খান বেতার ব্যক্তিত্ব বাচিক শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন বাঙালি শ্রোতাদের কাছে।

XS
SM
MD
LG