দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং শহরে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের পদক তালিকায় ১১টি স্বর্ন পদক নিয়ে নরওয়ে শীর্ষে রয়েছে। জার্মানী ১০টি স্বর্ন পদক নিয়ে দ্বিতীয় ও নেদারল্যান্ড ৬টি স্বর্ন পদক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র রয়েছে ৫ম স্থানে। দেশটি ৫টি স্বর্ন পদক পেয়েছে। বিস্তারিত পদক তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://projects.voanews.com/olympic_medal_tracker/